জেলার সংবাদ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হোটেলে আগুন,নিহত ৩

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ১০:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ

0Shares
20241005 220915

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় দুটি রেস্টুরেন্ট একটি পাইকারি মুদির দোকান সহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার সন্ধ্যা সাতটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বাজার বোর্ডিং এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।

Img 20241005 Wa0009

আগুনের ঘটনা দেখতে উৎসুক জনতার ভিড়

জানা গেছে,রুহিতপুর বাজারে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাখা গ্যাস সিলিন্ডার নবাবগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় দোকান কর্মচারীও কাস্টমার সহ তিনজন হোটেলে ভেতরে আটকা পড়ে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান, আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমরা হোটেলের ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করেছি। তারা সবাই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান,যানজট পূর্ণ সড়কে একটি ট্রাক একটি ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি হোটেলের চুলার উপর এসে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

#এন/টি

0Shares

আরও খবর

Sponsered content