প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৯:০০:০৯ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ছাত্রদেরকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলন সফল করেছি। আমরাই দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাস রোড এলাকায় জিনজিরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার উচ্ছিষ্ট মেনন,ইনু, দিলীপ বড়ুয়া ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছি । অর্থাৎ আমাদের বিতাড়িত করার সময় লাগেনি,তিনি নিজেই পালিয়ে গিয়েছে।
খালেদা জিয়ার মতন সৎ সাহস থাকলে তিনি দেশেই থাকতে পারতেন কিন্তু তিনি যে সমস্ত অপরাধ করেছেন তার ভয়েই থাকেন নাই। কারণ তার অপরাধের বিচার হলে যতদিন সাজা হবে ততদিন বাঁচবেন না এটা তিনি বুঝে ফেলেছেন। তাই তিনি আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
প্রধান অতিথি আরো বলেন, রাজনীতিবিদদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। রাজনীতিবিদরা যদি সমাজের বোঝা হয়ে যায় তাহলে তার রাজনীতি করার দরকার নেই। সেই দিন বেশি দূরে নয়, আগামীতে জনগণের ভোটে আবারো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। তারেক রহমান বীরের বেশে আবারো দেশে ফেরত আসবে।
জিনজিরা ইউনিয়ন বিএনপির মোকারম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাষ্টার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুণ চৌধুরী রায়,দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিনসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।