কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার আসামী রাজবাড়ী সদরের সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’(৪২)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) রাত সাড়ে দশটায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ মিডিয়া সেল থেকে জানানো হয়, ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজবাড়ী এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনায় আহত রাজিব মোল্লা ৩০ আগস্ট বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মোঃ আলমগীর হোসেন তিতুসহ ১৭০ জন এবং অজ্ঞাত নামা আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গ্রেফতার তিতু সহ তার সহযোগীরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেফতার আলমগীর শেখ তিতু রাজবাড়ী সদর থানাধীন বেরাডাঙ্গা এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে।তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে।
#এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।