প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ১:০৩:০৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের মধ্যে শুল্ক মুক্ত কোটায় সবচেয়ে দামি গাড়ি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
দ্বাদশ সংসদের ৫১ জন এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। এদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। ভাগ্যবান ওই ছয় জনের একজন ব্যারিস্টার সুমন।
জানা গেছে,ব্যারিস্টার সুমনের নামে জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ ৩০০ ডব্লিউ মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ডলার বা ১ কোটি ২৬ লাখ টাকা। বিলাসবহুল এ ধরণের গাড়ির শুল্কহার ৮২৬ দশমিক ৬০ শতাংশ। শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায়।
# এন/টি..