অপরাধ

কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা , লুটপাট অগ্নিসংযোগ

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ৬:২০:২৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Received 372999552304777

নিউজ ডেস্ক: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চারিদিকে হামলা লুটপাট ভাঙচুরের ঘটনা এখনও কাটেনি। সর্বশেষ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগ করে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তিনটি মাহেদ্র,একটি ভেকুসহ প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৪ আগস্ট)  সকালে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় হাজী ইনসান মিয়ার বাড়িতে ও তার ছেলে সাইফুল ইসলাম এর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইয়ামিন বাংলা এন্টারপ্রাইজে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে,স্থানীয় আলমগীর (আলু কান্ডা), মিলন( আলুকান্দ) রব্বানী (আলু কান্দা), নাসির (আলুকান্দা), অহেদুল (কোন্ডারচর), কামাল, বাচ্চু (জাজিরা) ডেকরেশনের শাহীনসহ কয়েকশত লোক পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।

Received 1041663700926908

 

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রথমে সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তিনটি গাড়ী, একটি মাটিকাটার ভেকুতে আগুন দেয় এবং প্রতিষ্ঠানের ভিতরে ভাঙচুর চালিয়ে মূল্যবান সামগ্রী নগদ টাকা লুটপাট করে।এসময় পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা আরও লোক জড়ো করে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরে  থাকা সকল আসবাপত্রসহ সব কিছু পুড়ে যায়।

পরে দুপুর ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব কিছু পুড়ে যায়। হামলার ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হয়।

এব্যাপারে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি কোন দল করিনা। ব্যাক্তিগত আক্রোশের জেরে  শত শত লোক নিয়ে  আলমগীর, রাব্বানী, মিলনরা আমাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।

ঘটনার ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সন্ত্রাসীদের বাড়ি হামলা চালিয়েছে বলে জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আমরা খবর টি জেনেছি। সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্তর মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/টি#

0Shares

আরও খবর

Sponsered content