প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৭:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দিনভর অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কার্তিক চন্দ্র দাসের পুত্র নওমুসলিম আব্দুর রহমান দিপু (২৭), একই ইউনিয়নের কাঠুরিয়া এলাকার রুহুল আমিনের ছেলে ইসরাফিল (৩০) মডেল থানার শাক্তা ইউনিয়নের শিকারিটোলা শিকারীর পোলা গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে সুবল চন্দ্র (৩৮) ও জিনজিরা ইউনিয়নের গোলামবাজার এলাকার আব্দুস সোবহানের পুত্র সুমন হোসেন (৩৬)।
সোমবার বিকেলে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের আদালতে হাজির করা হলে তিনি প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঢাকা (খ) সার্কেল কেরানীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিনভর অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করলে আটককৃতদের ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।
এন/টি#