কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় একটি ট্রাউজার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানায় থাকা মেশিনারিজ ও তৈরি মালামাল পুড়ে গেছে।
শনিবার (১৩ জুলাই ) দুপুর দুইটার দিকে তেলঘাট এলাকায় দিনার টাওয়ার নামের আটতলা ভবনের চতুর্থ তলায় জাহাঙ্গীর আলমের মালিকানাধীন কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ কাজল মিয়া জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরবর্তী আরো এক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে অভিযান সমাপ্ত করা হয়। এ সময় কারখানার তৈরিকৃত কিছু মালামাল পড়ে গেলেও প্রায় ৮০ শতাংশ মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।