প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৮:২২:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত(২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় মৃতের পরনে ছিল কালো রঙের একটি ফুল প্যান্ট। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোন তথ্য পাওয়া যায়নি।
শনিবার বিকেল তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর নাগরমহল ওয়াটার বাস ঘাটের বিপরীতে বাদামতলী এলাকার বিআইডব্লিউটিসি ১ নম্বর জেটির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানা পুলিশের এস আই নকিব অয়জুল হক জানান, লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসার কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।