অপরাধ

কেরানীগঞ্জে অজ্ঞাত কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ৯:৫২:০৩ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (42)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক কিশোর (১৫) এর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় নিহতের পরনে একটি লুঙ্গি ছিল,তবে গায়ে কোন জামা ছিল না।

সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে আটটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা ইউনিয়নের বামনশুর নুরন্ডী হাউজিং এর ৪ নম্বর গেটের এক নম্বর প্লটের ভেতর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই আব্দুল খালেক জানান, একটি বস্তা কুকুরে টানাটানি করছে এমনটা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করেছি। সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/টি

0Shares

আরও খবর

Sponsered content