অপরাধ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশী মদসহ গ্রেফতার ২

  তাহমিদ চৌধুরী ১১ জুন ২০২৪ , ৭:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ

Img 20240611 Wa0016

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১৪৭০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশী মদসহ শফিজুল ইসলাম (৪৭) ও মাসুম রানা (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১০।  এসময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ ও মাদক বিক্রয়ের মোট ১ লক্ষ ৪৮ হাজার টাকা।

 

মঙ্গলবার (১১ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব ১০ সদর দপ্তরে অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পানগাও এলাকার বাচ্চু ভূঁইয়ার বাড়ির সামনে থেকে প্রাইভেটকারে পরিবহনের সময় ৩৭০ বোতল ফেনসিডিল সহ এদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী কাদিরগাও এলাকার শফিকুলের ভাড়া বাসা থেকে আরও ১১০০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার  মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে কেরানীগঞ্জের ভাড়া বাড়িতে মজুদ রাখত এবং পরবর্তীতে সেগুলো রাজধানী সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত শফিকুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর এবং সাতক্ষীরা কলারোয়া থানায় দুটি মাদক মামলা ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি মাদক মামলা রয়েছে।

 

এন/টি

আরও খবর

Sponsered content