কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ লিও জং ঝিয়ান ও চাং গিয়াং নামের দুই চাইনিজ নাগরিক কে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিনটি চার্জার লাইটের ভেতর থেকে বিশেষ কায়দায় ব্যাটারির ভেতরে লুকায়িত অবস্থায় ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের মোট ৪৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১লক্ষ ৫৮ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দুবাই থেকে ছেড়ে আসা (এফ,জেড ৫০১) ফ্লাইটটি সকাল সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৭নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ১৪এ এবং ১৩এফ সীটের যাত্রীদের পরিচয় নিশ্চিত করে তাদের কাঁধব্যাগে ৩টি চার্জার লাইট জব্দ করা হয়। জব্দকৃত ৩টি চার্জার লাইট গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। অতঃপর ৩টি চার্জার লাইটের ভিতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬ পিছ স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা করে, আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।