কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থবারের মতো কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত শাহীন আহমেদ সহ ঢাকা বিভাগের নবনির্বাচিত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর বারোটায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সহ ঢাকা বিভাগের চারটি জেলার (কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর ও ঢাকা) মোট ১১ জন উপজেলা চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রথম ধাপের নির্বাচন শেষ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করে শাহিন আহমেদ বলেন, জনগণের পবিত্র আমানত হচ্ছে তাদের ভোট। জনগণ বিশ্বাস করে তাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি বিগত ১৫ বছর যে উন্নয়ন করেছি,তার ধারা অব্যাহত রেখে এবারের নির্বাচনে কেরানীগঞ্জ বাসির কাছে যেই ইশতেহার দিয়ে দায়বদ্ধ হয়েছি তা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিশির বিচিত্র বড়ুয়া সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।