নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে অন্যের জমি জোর করে দখল করার সময় স্থানীয় ভূমিদস্যু ও তালিকাভুক্ত সন্ত্রাসী জরিপ মিয়া ওরফে কালা জরিপ(৪৫)কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। জরিপ দক্ষিন কেরানীগঞ্জের ইকুরিয়া খালপাড় এলাকার মৃত সোহরাব উদ্দিনের ছেলে।জরিপের নামে দক্ষিণ কেরানীগঞ্জ সহ বিভিন্ন থানায় দুই ডজনের বেশি মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মামলা বর্তমানে বিচারাধীন আছে।
রবিবার সকালে ইকুরিয়া খালপাড় এলাকা থেকে সহযোগী সুমনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন শুভাঢ্যা ইকুরিয়া এলাকায় একটি গ্যারেজে চাঁদার দাবি করছিল শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ। রবিবার সে দলবল নিয়ে ওই গ্যারেজে হামলা চালিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। গ্যারেজে হামলার সময় একলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে কালা জরিপকে গ্রেফতার করে।
দক্ষিণ কেরানীগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্যারেজে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় কালা জরিপ কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় বহুবছর ধরে ডিস ব্যবসা ও জমি দালালি করত এই কালা জরিপ। পাশাপাশি গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী। ডিস ব্যবসার আড়ালে তার সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, মাদকের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। দখলদারিত্বের মাধ্যমে হাসনাবাদ এলাকায় জমি দখল করে সেখানে নির্মাণ করে হাসনাবাদ সুপার মার্কেট। আর সেই সুপার মার্কেটের একটি কক্ষকে টর্চার সেল গড়ে তোলেন তিনি।গতবছরের জানুয়ারিতে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ সুপার মার্কেটে অভিযান চালিয়ে কুখ্যাত এই সন্ত্রাসী ও মাদক সম্রাট কালা জরিপ এবং তার তিন সহযোগী আনিসুর রহমান, জাহিদ ওরফে বাবু ও ঝুমুর আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তার টর্চারসেল থেকে অস্ত্র, মাদক উদ্ধার করা হয়।
এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।