প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ৮:২৪:৩১ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা): চতুর্থবারের মত ঢাকার কেরানীগঞ্জে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে কলাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মিঠাপুর খেলার মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার( রেশমা জামান)কেও সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। গত ১৫ বছরে আমি আপনাদের পাশে ছিলাম এবং বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কেরানীগঞ্জের সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সাথে নিয়েই সমাপ্ত করে দেব। তিনি আরো বলেন, এলাকার যে কোন সমস্যা আপনাদের সাথে নিয়েই সমাধান করব। এই এলাকার মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করব। কলাতিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আব্দুল বারেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার (রেশমা জামান), কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও ঢাকা জেলা সাবেক ছাত্রলীগ নেতা আবিদ হোসেন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এন/টি