অপরাধ

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের মারামারি, ছুরিকাঘাতে আহত ২

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৬:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

Img 20240512 Wa0012

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের গ্রুপের হাতে হাসান (১৭) ও ইয়াসিন (১৬) দুই কিশোর নামে ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা গ্যাংয়ের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের চর মিরেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। মারামারিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আটক সিয়াম(১৫) ও ওমর ফারুক(১৮) স্থানীয় কিশোর গ্যাং লাদেন গ্রুপের সদস্য। এই লাদেন গ্রুপের সদস্যরা ছিনতাই ও মাদকের সাথে জড়িত। গতকাল রাতে তুচ্ছ ঘটনায় সিয়াম ও ওমর ফারুক সহ লাদেন গ্রুপের বেশ কয়েকজন সদস্য মিলে হাসানকে ছুরিকাঘাত করে এবং ইয়াসিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সিয়াম ও ওমর ফারুক কে আটক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে।

ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/টি

 

 

আরও খবর

Sponsered content