আইন-আদালত

কেরানীগঞ্জ অনুমোদন বিহীন ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৫:৫১:২১ প্রিন্ট সংস্করণ

Oplus 131072
একজন নির্মাণ শ্রমিক ভবনের দেয়াল ভেঙে ফেলছেন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন বিহীন ও নকশা বহির্ভূত বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রবিবার দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদন না থাকায় একটি নির্মাণাধীন ভবনের কয়েকটি কলাম ও সিঁড়ি এবং অপর একটি নকশা বহির্ভূত তৃতীয় তলা ভবনের বেলকনি (বারান্দা) ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে রাজউকের অনুমোদন নিয়ে পরবর্তীতে কাজ করার নির্দেশনা দেয়া হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৭/২ এর অথরাইজ অফিসারের অবর্তমানে ভ্রাম্যমান আদালতে রাজউকের পক্ষে দায়িত্ব পালন করা ৭/১ এর অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার রংগন মন্ডল জানান, ভবন নির্মাণে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকাটি একটি রাইজিং এরিয়া। এখানে অনেক নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে। তবে বাড়ির মালিকরা ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নিতে হয় সেটা তাদের জানা নেই বলে স্বীকার করেছে। তাই প্রাথমিকভাবে কোন ধরনের জরিমানা না করে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এই এলাকার ভবন মালিকদের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ না করতে কাউন্সিলিং করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

 

এন/টি

 

আরও খবর

Sponsered content