জাতীয়

কেরানীগঞ্জে বিপুল ভোটে চতুর্থবারের মত চেয়ারম্যান নির্বাচিত শাহীন আহমেদ

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৯:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

Images 2024 05 09t214856.422

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। টানা চতুর্থ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব (কাপ পিরিচ)। এর আগে শাহীন আহমেদ ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দু’বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন।

২২৫ টি কেন্দ্রের ফলাফলের মধ্যে শাহীন আহমেদ এর আনারস প্রতীক পেয়েছে ১লাখ ৬৬হাজার ৮শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ পিরিচ প্রতীক পেয়েছে ৬০ হাজার ২শ ৯৩ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন । এদের মধ্যে মাইক প্রতীক নিয়ে ১লাখ ৪৯ হাজার ১শ ৫৮ ভোট পেয়ে সালাহ উদ্দীন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৫শ ১২ ভোট ও মোঃ ইকবাল হোসেন ৮ হাজার ৭শ ২৭ ভোট পেয়েছেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে কলস প্রতীক নিয়ে ১লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে ঢাকা জেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম পেয়েছেন ৩৪ হাজার ৯শ ৮৪ ভোট ও শান্তি আক্তার পেয়েছেন ১৬হাজার ৯শ ১৩ ভোট।

 

এন/টি

আরও খবর

Sponsered content