নিউজ ডেস্ক: কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের পত্রিকার কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দিন ইমনের ব্যবসা প্রতিষ্ঠানে রবিবার দিবাগত মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, চুনকুটিয়া চৌরাস্তার গলিতে 'ইকতিদার ট্রেডিং এন্ড খান কম্পিউটার' নামে সাংবাদিক ইমনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকাল ৯ টার দিকে দোকান খুলে দেখেন টিনের চাল কেটে দোকানের মালামাল চুরি করা হয়েছে।
সাংবাদিক নাজিম উদ্দিন ইমন বলেন, দোকানের মালামাল খোঁজ করে দেখি নতুন পুরাতন মিলিয়ে বেশ কিছু মোবাইল ফোন চুরি হয়েছে যার আনুমানিক মুল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও ক্যাশে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা চোর নিয়ে গেছে।
দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি (অজ্ঞাতনামা) ৬/০৫/২৪ তারিখ রাত অনুমান ৩ ঘটিকার সময় দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে এবং মালামাল নিয়ে সকাল ৫ টার দিকে টিনের চাল দিয়ে বেরিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রুবেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। আমরা দ্রুততার সাথে চোরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার চেষ্টা চালাচ্ছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।