জাতীয়

এসএসসি ২০২৪ এর ফল প্রকাশের তারিখ ঘোষণা

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৩:৩১:১২ প্রিন্ট সংস্করণ

Images (98)

নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ২০২৪ এর ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। এ দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা।
বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসমাত মাহমুদা স্বাক্ষরিত ঐ চিঠিতে জানানো হয়েছেৎপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সাথে ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

##

আরও খবর

Sponsered content