জাতীয়

বুড়িগঙ্গায় মাঝ নদীতে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জাহাজে আগুন

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৫:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ

Img 20240423 17073177

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: বুড়িগঙ্গার মাঝ নদীতে বিআইডব্লিউটিসির মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত এম ভি বাঙালি নামক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি কেবিন পুড়ে ভুস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দুপুর একটায় দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ড স্টোরেজ বরাবর মাঝ নদীতে জাহাজে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২ টায় বাবুবাজার এলাকার বিআইডব্লিউটিসি ঘাট থেকে জাহাজটি মেরামতের জন্য ডক ইয়ার্ডের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শ্যামবাজার এলাকা পার হওয়ার পরে তৃতীয় তলার কেবিনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই পুরো তিন তলা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ১৭টি কেবিন ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

এ ঘটনায় বিআইডব্লিউটিসি ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

###

 

আরও খবর

Sponsered content