প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৮:২১:৫০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: মাত্র একদিন আগে ভরিতে ৮৪০ টাকা কমিয়ে দাম ঘোষণার একদিন পরে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি বাড়ানো হয়েছে ৬৩০ টাকা।
আজ (২১ এপ্রিল) রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। এরআগে, শনিবার ২০ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
###