জাতীয়

এমপি মন্ত্রীর আত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ৯:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Oplus 131072
Oplus_131072

নিউজ ডেস্ক: এমপি মন্ত্রীর আত্মীয়-স্বজনদের স্থানীয় সরকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি আগামীতে এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। একইভাবে সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি।

এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। বিএনপি নিজের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে।

###

0Shares

আরও খবর

Sponsered content