জাতীয়

আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্যের অনুপ্রবেশ

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৬:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ

Oplus 131072
Oplus_131072

নিউজ ডেস্ক: মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য আশ্রয়ের জন্য আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত এলাকা দিয়ে তারা অনুপ্রবেশ করে। তাদেরকে বর্তমানে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,আশ্রয়ের জন্য রোববার সকালে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়।গত কয়েকদিন ধরে মিয়ানমারে মংডু শহরেরে আশপাশের বেশ কয়েকটি গ্রামে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে ।এপারে গুলি ও বোমার শব্দ শুনতে পায় টেকনাফের বাসিন্দারা।এখনও তাদের মধ্যে  আতংক বিরাজ করছে।

‎এদিকে মিয়ানমারের অস্থিরতার মধ্যে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে কড়াকড়ি নজর রাখছে বিজিবি। একই সঙ্গে টহল বাড়ানো হয়েছে ।

উল্লেখ্য :১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

আরও খবর

Sponsered content