কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরোহী নাহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কামরুল রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউচর এলাকার রনি মিয়ার ছেলে।বাসিন্দা। সে স্থানীয় একটি ইন্টারনেট কেবল কানেকশন হাউজে চাকরি করতো।
শুক্রবার (১২ এপ্রিল ) সন্ধ্যায় ঢাকা- মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর আন্ডারপাসের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সাথে থাকা বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টায় তার মৃত্যু হয়।
আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা নিহত কামরুলের বন্ধু ওয়াজিব জানান, তারা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলে করে প্রথমে দোহার এবং পরবর্তীতে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইদের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কামরুল মাথায় ও বুকে আঘাত পেয়েছিল। আমরা সাথে সাথেই অন্য মোটরসাইকেলে করে ওদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
হাসাড়া হাইওয়ে থানার এসআই মোঃ শিশির জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।
###
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।