প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ৯:৫১:৩৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঈদে পদ্মা সেতু হয়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরবিচ্ছিন্ন করতে রাস্তার পাশের ফুটপাতে স্থাপনকারী অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল ) সন্ধ্যায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় দক্ষিন কেরানীগঞ্জের অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এর তত্ত্বাবধানে ইকুরিয়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আলাউদ্দিন ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে তোলা টং দোকান, ফলের দোকান, ঈদ উপলক্ষে স্থাপিত বিভিন্ন মৌসুমী দোকান সহ প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালীন হ্যান্ড মাইকে ফুটপাতের দোকানদারকে সতর্ক করে যার যার মালামাল নিয়ে স্থান ত্যাগ করার জন্য নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আবারও ফুটপাতের উপর দোকানে স্থাপন করা হলে সমস্ত মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
অভিযান শেষে এসআই আবুল কালাম আজাদ জানান,জনস্বার্থে ফুটপাতের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
###