অপরাধ

কেরানীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ১:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

Img 20240405 Wa0000

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ সিরাজ(৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।এ সময় তার কাছ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি প্যাকেটের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সিরাজ কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওয়াবদা ব্রিজ এলাকার মোতালেব মিয়ার ছেলে।

 

বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার যমুনা ব্যাংকের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি গাজা সরবরাহের জন্য কদমতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া মাদক কারবারের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদক সরবরাহ করে করছিল।

তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

###

 

আরও খবর

Sponsered content