প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৩:৩১:১০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা-যশোর রুটে প্রথম ধাপের ট্রেন চলাচলের পরীক্ষামূলক কার্যক্রম করা হয়েছে।শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে গিয়ে ১০টা ২৫ মিনিটে পৌঁছে রূপদিয়া স্টেশনে।অর্থাৎ ট্রায়াল ট্রেনটির সময় লেগেছে ১ ঘণ্টায় ৪৫ মিনিট।সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করার পর ট্রেনটি আবারও ভাঙ্গার উদ্দেশে রওনা হয়।
ট্রায়ালে অংশ নেওয়া রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গা থেকে যশোর অংশের ৮৭ দশমিক ৩২ কিলোমিটার রেলপথ ৮৪ কিলোমিটার বেগে পাড়ি দিয়েছেন তারা। পথে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হননি তারা।আগামী জুন মাস নাগাদ এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে গ্রুপ’ (সিআরইসি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ ওই রেলপথে ভাঙ্গা, কাশিয়ানী এবং যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন থাকছে।
এ ছাড়া নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়ায় রেলস্টেশন হয়েছে।
উল্লেখ্য : ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২৪ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। মাঠ পর্যায়ে প্রকল্পটির হয়েছিল ২০১৬ সালের ৩ মে একনেকে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ নামে এটির অনুমোদন হয়। এই প্রকল্পের ব্যয় হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।
###