অপরাধ

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভিতর হত্যা, আটক ১

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৪ , ৪:২৬:২৮ প্রিন্ট সংস্করণ

Img 20240322 161313

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সৌমেন চন্দ্র দাস (৩২) নামে এক কর্মচারীকে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সৌমেন পিরোজপুর নাজিরপুর এলাকার শাখারিকাঠি গ্রামের সুকুমার দাসের পুত্র।

এ ঘটনায় নিরাময় কেন্দ্রে চিকিৎসারত হযরত (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকার আমাদের প্রত্যাশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভিতর এই ঘটনা ঘটে। নিহত সৌমেন নিরাময় কেন্দ্রে সেবক হিসেবে কর্মরত ছিল।

জানা গেছে, নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার আজিজ খান রোড এলাকার আবুল হাসেমের ছেলে হযরতের চিকিৎসার দায়িত্ব নিরাময় কেন্দ্রের সেবক সৌমেন দাসের উপর ছিল। চিকিৎসা কালীন সময়ে অতিরিক্ত মানসিক টর্চারের কারণে ক্ষিপ্ত হয়ে হযরত সৌমেনকে ছুড়িকাঘাতে হত্যা করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিরাময় কেন্দ্রের সিসি ফুটেজ দেখে হত্যায় জড়িত আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

###

আরও খবর

Sponsered content