অপরাধ

কেরানীগঞ্জে পোশাক পল্লীতে আগুন, ট্রাউজারের শোরুম পুড়ে ছাই 

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৩:১৮:১০ প্রিন্ট সংস্করণ

Img20240320132430 01

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গুদারাঘাট পোশাক পল্লী এলাকায় খাজা সুপার মার্কেটে একটি ট্রাউজারের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাগর গার্মেন্টস নামে প্রতিষ্ঠানটির শোরুমের ভিতরে থাকা সমস্ত মালামাল পড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ ) দিবাগত রাত দেড়টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্থানীয়দের সহায়তায় কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানের মালিক সোনামিয়া হাওলাদার জানান, রমজান মাস বেচাকেনা বেশি থাকায় রাত্র একটার পর দোকান বন্ধ করে যাওয়ার পর মার্কেটের দারোয়ান দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখতে পেয়ে মোবাইল ফোনে আমাকে খবর দেয়। আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান,নদীর পাড়ের রাস্তায় বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ির কারণে যানজট থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লেগেছে। আরো দ্রুত পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি পরিমাণ কিছুটা কমানো সম্ভব ছিল।

##

আরও খবর

Sponsered content