প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ২:১৮:৫৬ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: চিরকুট লিখে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিন্টু চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
রোববার বিকেলে নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর আগের লেখা চিরকুটে তিনি উল্লেখ করেন, তার ছয় লাখ টাকা দেনা আছে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যর আগে চিরকুটটি নিজের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মুড়িয়ে রেখেছিলেন জাহিদুল আলম মিন্টু।
বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ‘জাহিদুল আলম মিন্টু নিজের বাসায় রোববার বিকেল ৫টার দিকে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেন।’