কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন হাওলাদার (৮৫) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
মৃত আমজাদ হোসেন খুলনা জেলার বাটিয়াঘাটা চারখালী এলাকার মৃত এমদাদ আলীর ছেলে।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চম তলার ৫২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমজাদ হোসেন (কয়েদি নং-৮২১৬/এ) দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিলেন। গত ১লা মার্চ দুপুরে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা গেছেন। ডাক্তার মৃত্যুর প্রমানপত্রে মৃত্যুর কারণ হিসেবে Irreversible Cordis respiratory failure due to Acute Abdomen with Urinary bladder mass with Cholelithiasis উল্লেখ করেছেন।
মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
#######
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।