প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৩:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: গ্রীন লাইন পরিবহনের গাড়ি সময় মত না ছাড়ায় যাত্রীর অভিযোগর পর যাত্রী ও চালকের বাদানুবাদের একপর্যায়ে হাসান হাবীব নামে এক যাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে।পরে ঐ যাত্রীর অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অভিযুক্ত চালক বাবুল খন্দকারের ড্রাইভিং লাইসেন্স জব্দ ও গ্রীন লাইন পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে এই ঘটনা ঘটে।বুধবার (০৬ মার্চ) বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা জানান, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। তিনি গ্রীন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন। এ সময়ে “সময়সূচী অনুযায়ী গাড়ি ছাড়তে বলায় ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক। একপর্যায়ে চালকের ইন্ধনে পরিবহনের দুই কর্মচারি ওই পর্যটকের গায়ে হাত তোলেন।পরে তারা বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানের আগেই খারাপ ব্যবহার করা মূল অভিযুক্ত দুই জন পালিয়ে যায়। এ সময় গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা ও চালকের লাইসেন্স জব্দ করা হয়েছে।
#####