প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৫০:১৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: মহাশূন্যে পাঠানো ইআরএস-২’ নামের একটি স্যাটেলাইট যেকোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে। ৩০ বছর আগে মহাশূন্যে পাঠানো স্যাটেলাইটটি আলাস্কা ও হাওয়াইয়ের মাঝামাঝি বায়ুমণ্ডলের কোনো এক জায়গায় অবস্থান করছে।পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ’র তথ্য অনুযায়ী, পৃথিবীতে পুনরায় প্রবেশের প্রক্রিয়াটি ‘প্রাকৃতিক’। মানুষের হাতে এটির নিয়ন্ত্রণ নেই। তাই কখন বা ঠিক কোথায় স্যাটেলাইটটি ভেঙে পড়তে পারে তা অনুমান করা যাচ্ছে না।
গত সোমবার স্যাটেলাইটটি বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসার কয়েকটি ছবি প্রকাশ করে ইএসএ। ছবিগুলো তোলা হয়েছে ১৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, যখন ইআরএস-২ বায়ুমণ্ডল থেকে ৩০০ কিলোমিটার ওপরে অবস্থান করছিল। এরপর থেকে দৈনিক ১০ কিলোমিটারের বেশি দূরত্ব কমাচ্ছে স্যাটেলাইটটি। ৮০ কিলোমিটার দূরত্বের কাছাকাছি পৌঁছানোর পরপরই এটি ভাঙতে শুরু করবে।
######