প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ফ্লাইওভার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রেদোয়ান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রেদোয়ান রাজধানীর সূত্রাপুর এলাকার মো. আকরাম মিয়ার ছেলে। সে একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার রাত ১২টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
রেদোয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া বিশাল বলেন, রাতে তারা কয়েকজন বন্ধু নিজেদের মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে রাজেন্দ্রপুর এলাকায় রেদোয়ানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হলে,অন্যান্য বন্ধুরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।
####