প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ
কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরিতে আগুন, ভয়ে আতঙ্কিত এলাকাবাসী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি সাবান তৈরি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় থাকা সাবান তৈরির বিভিন্ন মেশিনারিজ ও গুদামে থাকা বেশ কিছু কাঁচামাল পুড়ে গেছে। এ সময় কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে আশেপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে পড়ে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) রাত সাড়ে নয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া সাবান ফ্যাক্টরি রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, একটি ষষ্ঠতলা ভবনের সেমি-বেইজমেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা বেশি না থাকলেও অত্যধিক ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নাসির উদ্দিন টিটু,০১৭১২০০৯৬৮৪
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023