নিউজ ডেস্ক: কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন বানচাল করতে প্রেসক্লাবের সভাপতির কক্ষে দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদকের শ্যালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাবের অফিস সহকারী সাজ্জাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করে।
অভিযোগ উল্লেখ করা হয়,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের শ্যালক পরিচয় দানকারি কায়েস খান (২৬) প্রেসক্লাবের অফিস সহকারি সাজ্জাদ হোসেন(১৫)কে মুঠো ফোনের মাধ্যমে ডেকে নিয়ে সভাপতির কক্ষে অস্ত্র রেখে ফাঁসানোর অপচেষ্টা চালায়। তার প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে অফিস সহকারি সাজ্জাদ বিষয়টি প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবগত করে।
এ প্রসঙ্গে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।
সাধারণ ডায়েরি করার বিষয়টি সত্যতা স্বিকার করে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।