প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৩:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আল-আমিন ওরফে লিটনের(৩০) সাথে দেখা করতে গিয়ে গাঁজা সরবরাহ করার সময় তসলিমা বেগম ওরফে মনি(৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেরণ করে। আটক মনি কুমিল্লার হোমনা থানার ঘোনাইচর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
রবিবার বিকেল চারটায় কারা অভ্যন্তরে এক নম্বর সাক্ষাৎ রুমের ভেতর কারারক্ষীরা গাঁজাসহ তাকে আটক করে।পরবর্তীতে রাত নয়টায় কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে।
কারা সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর রুপসা সেলে বন্দী লিটনের সাথে দেখা করার জন্য আটক মনি আক্তার তার খালা পরিচয় দিয়ে পাঁচ বছরের নাতনিকে নিয়ে ১নম্বর সাক্ষাৎ কক্ষে প্রবেশ করে। লিটনের সাথে কথা বলার সময় কারারক্ষী মেট্রন রোজি খাতুনের সন্দেহ হলে তিনি মনি আক্তারের দেহ তল্লাশি করে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, গাজা উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তার সাথে থাকা পাঁচ বছরের শিশুটির নির্ভরযোগ্য কোন অভিভাবক না পাওয়ায় শিশুটিকে তার সাথে কারাগারে থাকার অনুমতি দেয়া হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজালাল ভুইয়ায় উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।