প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৫:১৬:২১ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা- মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় দিলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে।পরে ঘন কুয়াশায় রাস্তার উপর পড়ে থাকা মরদেহ দেখতে না পেয়ে একাধিক বাস দেহের উপর দিয়ে চলে গেলে দেহটি ছিন্ন ভিন্ন হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। নিহতের পরনের পোশাক দেখে আত্মীয়-স্বজনরা লাশ শনাক্ত করে। নিহত দিলুমিয়া দক্ষিন কেরানীগঞ্জের ইকুরিয়া পূর্বপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। সে আব্দুল্লাহপুর এলাকায় একটি আবাসিক প্রকল্পের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টায় নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ।
নিহতের ছেলে পারভেজ জানান, তার বাবা সব সময় পকেটে একটি কাগজের মধ্যে ছেলের মোবাইল নাম্বার রাখত। দুর্ঘটনার পর পথচারীরা পকেট থেকে কাগজের নাম্বার পেয়ে তাকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে পিতার ছিন্ন ভিন্ন লাশ শনাক্ত করে।
হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ঘন কুয়াশার কারণে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
###