লাইফ স্টাইল

কেরানীগঞ্জে ক্লিনিকাল আউটডোর ও মডেল ফার্মেসী চালু করল মেরী স্টোপস্ 

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৪ , ৯:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

Img 20240114 155504

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ক্লিনিকাল আউটডোর ও মডেল ফার্মেসী চালু করেছে মেরী স্টোপস্ বাংলাদেশ।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মেরী স্টোপস্ মেটারনিটি ক্লিনিকে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর কিশোয়ার ইমদাদ।

এ সময় স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির কর্পোরেট সার্ভিস ডিরেক্টর জাহিদ আনসারী তাদের বিগত দিনের সেবা কার্যক্রম আগত অতিথিদের মাঝে উপস্থাপন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর আহমেদ,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খান সহ মেরী স্টোপস্ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য: মেরী স্টোপস্ বাংলাদেশ ইউকে ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা।আধুনিক পরিবেশে উন্নতমানের মেটারনিটি সেবা দিতে মেরী স্টোপস্ বাংলাদেশ গত ৩ দশক ধরে নারী স্বাস্থ্য সেবায় বাংলাদেশের ২৮ টি জেলায় ৮টি মেটারনিটি হাসপাতাল সহ ৪০টি ক্লিনিক এর মাধ্যমে এবং বিশ্বের অন্তত ৩৭ টি দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content