কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে থেকে অজ্ঞাত এক নারীর(৫০) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর কাঠুরিয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন জানান,নদীর তীরে একটি লাশ পড়ে আছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে এ সময় লাশের গায়ে কোন আঘাতের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় ছবি পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।