অপরাধ

কেরানীগঞ্জে ভোট কেন্দ্রের পাশে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ১১:৫৮:০৭ প্রিন্ট সংস্করণ

Img 20240106 235414

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায় অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজে স্থাপিত ভোট কেন্দ্রের পাশে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে হামিদুর রহমান স্কুল এন্ড কলেজের মাঠের পাশের রাস্তায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে,ঢাকা ৩ আসনের দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মনিজা খাতুন ও বিজিবির একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনা সত্যতা স্বীকার করে জানান , কেন্দ্র থেকে কিছুটা দূরে মাঠের পাশের রাস্তায় বোমার বিস্ফোরণের শব্দ এলাকাবাসী পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

###

আরও খবর

Sponsered content