কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া হাইওয়েতে দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৭) এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর ) বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে পুলিশের এসআই জামিরুল ইসলাম জানান, নিহত যুবক ট্রাকের হেলপার। সে ইকুরিয়া স্ট্যান্ডে গাড়ি থামিয়ে খাবার আনার জন্য রাস্তা পার হতে গেলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি তবে তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
##
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।