অপরাধ

কেরানীগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৯:০৪:১২ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231230 210038

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া হাইওয়েতে দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৭) এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর ) বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হাসাড়া হাইওয়ে পুলিশের এসআই জামিরুল ইসলাম জানান, নিহত যুবক ট্রাকের হেলপার। সে ইকুরিয়া স্ট্যান্ডে গাড়ি থামিয়ে খাবার আনার জন্য রাস্তা পার হতে গেলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি তবে তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

##

 

 

0Shares

আরও খবর

Sponsered content