খেলাধুলা

কেরানীগঞ্জে বিজয় দিবস প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৩ , ৮:৫৪:৫৪ প্রিন্ট সংস্করণ

Img 20231226 190314

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: “শেখ হাসিনার দর্শন স্মার্ট ক্রীয়াঙ্গন” এই প্রতিপাদ্যে ঢাকা কেরানীগঞ্জে বিজয় দিবস প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর খেলার মাঠে সাইফ পাওয়ার এর সৌজন্যে নসরুল হামিদ একাডেমি বনাম সোনালী অতীত একাদশের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে সোনালী অতীত একাদশ ১-০ গোলে নসরুল হামিদ একাডেমিকে পরাজিত করে।

এ সময় ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে,প্রীতি ম্যাচে অংশ নেয়া দুই দলকেই ধন্যবাদ জানিয়ে উপস্থিত দর্শকদের কাছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু,সহ-সভাপতি এম,বি সাইফ মোল্লা,বাংলাদেশ জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্নিল আতশবাজি ও বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content