জেলার সংবাদ

কেরানীগঞ্জে পোষা টিয়া পাখি উদ্ধারে গিয়ে দগ্ধ একজনের মৃত্যু

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৩ , ২:৪৭:২৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231222 143938

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা টিয়া পাখি উদ্ধারে গিয়ে রবিনহুড রেস্কিউ টিমের তিন সদস্য বিদ্যুৎতায়িত হয়ে দগ্ধের ঘটনায় তাশফিয়ান আতিফ (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আতিফের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আতিফ পুরান ঢাকার লালবাগ থানার চান্দিঘাট এলাকার নাজমুল ইসলামের ছেলে। আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া আতিফ শখবশত এই কাজ অংশগ্রহণ করত বলে জানিয়েছে তার স্বজনেরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিদগ্ধের ঘটনায় অপর আহত শফিকুল ইসলাম (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যায় হাসনাবাদ ইনসাফ মার্কেটের ৬ষ্ঠ তলার ছাদে বৈদ্যুতিক তারের সাথে ঘুড়ির সুতায় পেঁচিয়ে যাওয়া টিয়া পাখি উদ্ধারে যায় রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার (রবিনহুড) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আতিফ রুপক ও তাদের গাড়ি চালক শফিকুর রহমান। পাখিটিকে মুক্ত করার জন্য পাশের একটি ভবনের ছাদে গিয়ে পাইপ দিয়ে তারা ছোটানোর চেষ্টা করলে পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এতে মারাত্মক তারা মারাত্মক দগ্ধ হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। পরে সেখান থেকে শরীরের ১৮ শতাংশ পুড়ে যাওয়া রুপককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

0Shares

আরও খবর

Sponsered content