প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৩ , ১:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা কবি অধ্যাপক শাহজাহান হাফিজ এর বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ।
এই ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন ।
বাড়ির মালিক অধ্যাপক শাহজাহান হাফিজ বলেন, বৃহস্পতিবার ভোররাতে বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে আট- দশনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতদলটি দেড় লাখ টাকা, আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এছাড়া বাড়ির লোকজনদেরকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে । ডাকাতদলটি যাওয়ার বাড়ির লোকজনকে জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ সময়ে তাদের সাথে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছে বাড়ির লোকজন ।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। আশা রাখি অতি শিঘ্রই সব ডাকাতকে গ্রেপ্তার করে লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।
এ ঘটনায় শাহজাহান হাফিজের ছেলে সাহরিয়ার বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি নিচ্ছে।
#