প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৫:০৬:১০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার ( নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়,ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য In Aid to the Civil Power এর আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী মোতায়েন থাকবে। রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর মোতায়েন করা হবে, সশস্ত্র বাহিনীর টিমের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইনবিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর পরামর্শে চাহিদামত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।