জেলার সংবাদ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে আহত ১০

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ

Img 20231218 133756

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে শেখ হাসিনা প্লাস্টিক এন্ড বান ইন্সটিটিউট নেয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা কাওটাইল ঋষিপাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তীর বাড়ির নিচতলায় একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন ও বিস্ফোরণে পার্শ্ববর্তী দেয়াল ধসে ৬ জন গুরুতর আহত।

আহতরা হলেন- উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)।

বাকিরা আহত হলেন- প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫)তারা রানী (৩৫) তাপশ (৩০) রাখি রানী (৩২) নিঝুম (২৯)।

উমা রানীর আরেক নাতনি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এতে আবার ঠাকুরমা সহ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও  বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়েছে। দ্রুত দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা প্লাস্টিক এন্ড বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা জানান, সঞ্জয় চক্রবর্তীর মাদকাসক্ত ছোট ভাই দেবা চক্রবর্তী প্রায় সময়েই বড় ভাইয়ের সাথে ঝগড়া করে। আজ সকালে সে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে রাখে পরে তাতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও খবর

Sponsered content