প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৩:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রাকিব হোসেনের কাছ থেকে ছিনতাই করে সর্বস্ব লুটে নেওয়া দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রনি খান (৩০) ও মোঃ মালেক (৩২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লুণ্ঠিত নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,ছিনতাই ঘটনার পর রাকিব হোসেন থানায় মামলা দায়ের করলে মামলা তদন্ত প্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতারকৃত রনি খান ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। এ ঘটনায় অপর আসামি মালেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর আগে গত ১৬ই ডিসেম্বর ভোরে বাসা থেকে বের হয়ে রিক্সাযোগে যাওয়ার সময় পর কদমতলী বেগুনবাড়ি ব্রিজের উপর গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়।