কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নানা আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
শনিবার( ১৬ ডিসেম্বর ) বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন শেষে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এর নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়।এতে ঢাকা কেন্দ্রীয় কারা হাসপাতালের সহকারী সার্জন ডাঃ শামীম রেজা, কারাগারের জেলার মাহবুবুল আলম, ডেপুটি জেলার আমিনুর রহমানসহ কারাগারে কর্মরত কারারক্ষী ও কারা অভ্যন্তরে থাকা আটক বন্দিরা অংশগ্রহণ করে।
পরে কারাগারের অভ্যন্তরে প্রিজন কাপ ফুটবল ফাইনালের পুরস্কার, বন্দীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা প্রদর্শন করা হয়। প্রিজন আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কারাগারে বন্দি ৯৭৪৪ জন কয়েদি ও হাজতিদের দুপুরে উন্নত মানের(পোলাও মাংস ও মিষ্টান্ন) খাবার দেয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কারাবন্দি বেশ কয়েকজন শিল্পীসহ অতিথি শিল্পী হিসেবে কিশোর পলাশ ও ঝিলিক বাবু গান পরিবেশন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।